শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মৎস্য জীবীরা সমবায় ভিত্তিক সংগঠন করলে বেশি লাভবান হবে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য জীবী, জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তনে নিরালসভাবে করাজ করছে । তিনি বলেন, মাছ হচ্ছে রুপালি সম্পদ। এই মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ নম্বরে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য সেক্টরের উন্নয়ন হচ্ছে সেজন্য এই উন্নয়ন কাজে আওয়ামী মৎস্য জীবী লীগের সকল নেতা কর্মীদের এগিয়ে আসতে হবে।
গতকাল মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগ আয়োজিত মৎস্য জীবী লীগের প্রতিষ্টা বার্ষিকী উপলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মনিরামপুর পৌর সভা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক সাধন মল্লিক রনি। এতে বক্তৃতা করেন মনিরামপুর পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,এড বশির আহমেদ খান, জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাদশা, কেশবপুর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা বিথীকা মল্লিকা, মাসুদ গাজী, অভয়নগর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা এস এম রিপন ও শেখর বর্মন, বাঘারপাড়া উপজেলা মৎস্য জীবী নেতা এনায়েত হোসেন লিটন, নজরুল ইসলাম ও অশোক সাহা প্রমুখ।
প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেন, মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগ নতুন সংগঠন হওয়া সত্বেও গরীব ও অসহায় মৎস্য জীবী ও জেলে দের মাঝে বিগত করোনা সংকট কালে চাল, ডাল, তেল, লবন সহ করোনা সুরা সামগ্রী বিতরণ করেছে। যার মাধ্যমে তাঁরা প্রমান করেছে মৎস্য জীবী লীগ জনগণের পাশে আছে। তিনি বলেন, মৎস্য জীবীরা যদি সমবায় ভিত্তিক সংগঠন গড়ে তুলতে পারে তাহলে তাঁরা আরও বেশি লাভবান হতে পারবে। কারণ তাঁরা সেই সময় সরকারি সাহায্য বেশি পাবে। তিনি বলেন, কিছু সংখ্যক মানুষ সাধারণ লোকজনের থেকে জমি ইজারা নিয়ে ঘের করে ইজারার টাকা ঠিকমতো দেয় না ফলে সেই সমস্ত মানুষ খুব বিপদে পড়ে যায়।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি মনিরামপুর উপজেলার অসহায় মৎস্য জীবী ও জেলে দের মাঝে চাউল, ডাল ও আলু বিতরণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ