মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পৌরসভা চত্বরে ভূমি সপ্তাহ- উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, মনিরামপুরের সকল মানুষ আজ স্মার্ট ভূমি সেবার সুবিধা পাচ্ছে এতেই আমি আনন্দিত,। অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে এই ভূমি সেবা পাওয়াটা আমাদের উন্নয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নয়ন।
মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সার্বিক তত্বাবধানে এই সেবা সপ্তাহের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলী হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড: বশির আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।

