শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে স্ত্রীকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যা

আরো খবর

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামে স্ত্রীকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত পলাশ রহমান ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘাতক সুমনের বাড়ী-ঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

প্রতিবেশীরা জানান, নিহত পলাশ রহমানের চাচাতো ভাই সুমন প্রায় পলাশের স্ত্রীকে কু-প্রস্তাবসহ উতাক্ত্য
করে আসছিলো। শনিবার সন্ধ্যায় আবারো কু-প্রস্তাবসহ উত্যক্ত করে। পলাশ বাড়িতে এলে বিষয়টি তাকে
জানায় তার স্ত্রী শাকিলা খাতুন। এ ঘটনায় পলাশ তার চাচাতো ভাইয়ের কাছে বিষয়টির প্রতিবাদ করতে
গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশের বুকে আঘাত করে। এতে
ঘটনাস্থলেই পলাশ নিহত হয়। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীরা পলাতক রয়েছে,আসামী ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

আরো পড়ুন

সর্বশেষ