শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল চেকপোষ্টে  যাত্রীর পায়ু পথ হতে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার

আরো খবর

শার্শা প্রতিনিধি: সোমবার(২৯ মে) সকালে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন হতে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
বেনাপোল চেকপোষ্ট সূত্রে জানা গেছে,সোমবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক দেখা দিলে সেখানে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা তিন পাসপোর্ট যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাষ্টমস তল্লাশী কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার অফিসার আব্দুর রহিম(কাস্টমস সুপার) তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তল্লাশী পরিচালনা করার সময় সেখানে উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা রাশেদুল, জাহাঙ্গীর ও আব্দুল হাদি। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ঐ ০৩ বাংলাদেশী  পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০পিস স্বর্ণের বার উদ্ধার করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
তারা হচ্ছে গোপালগঞ্জের রনি আহম্মেদ, মহিউদ্দিন ও নগরকান্দার হাবিব।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ