শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে মৎস্য ব্যাবসায়ীর কারাদন্ড

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে রাইসুল ইসলাম শেখ (৪৫) নামে এক ব্যাবসায়ীকে ১মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৯ মে) সকালে উপজেলার সাব রেজিট্রি অফিস সংলগ্ন সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী ভুমি কমিশনার মো. আজাহার আলী।

এসময় ৯০কেজি মাছ বিনিষ্ট সহ রাইসুল ইসলাকে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত রাইসুল উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের খোকন শেখের ছেলে। ভ্রাম্যমান আদালতের পরিচালক আজাহার আলী জানান, সকালে গোপন খবর পেয়ে কালিগজ্ঞ এলাকার একটি মৎস আড়তে অভিযান চালানো হয়।এসময় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে রাইসুল ইসলাম শেখকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। তিনি আরো জানান, স্থানীয়দের দাবীর প্রেক্ষীতে ৬০কেজি চিংড়ি এতিমখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ৩০ কেজি চিংড়িমাছ বিনষ্ট করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ