সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আরো খবর

 

ফারুক রহমান, সাতক্ষীরা:

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তুহিন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানায় নির্যাতিত গৃহবধূর শাশুড়ি বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামি তুহিন পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরের মধ্যে জামাকাপড় বদলানোর সময় তুহিন তার ঘরে ঢুকে পড়ে। এরপর ওড়না দিয়ে মুখ পেচিয়ে তাকে শারীরিক ও যৌন নির্যাতন চালায় সে। এসময় ঘটনাটি পুলিশ ও তার শ^াশুড়িকে বলতে নিষেধ করে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তুহিন।

ওই গৃহবধূর শ^াশুড়ি বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। তুহিনের অপরাধের বিচার চাই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, পরিবারটি খুব অসহায়। ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড ও ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। #

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ