তালা প্রতিনিধি: তালা উপজেলা অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ দেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সম্প্রতি শেয়ার বাংলাদেশ নামের একটি বে-সরকারী সংস্থার পক্ষ থেকে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ আসে।
পরে তাদের হাজির করা হলে বাল্যবিবাহের কথা অকপটে স্বীকার করেন তারা। পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫(৩) ধারা অনুযায়ী বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। শর্ত অমান্যকরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করে দেওয়া হয় বলে জানান ওই কর্মকর্তা।

