শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা পুলিশের আয়োজনে পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। এছাড়া বক্তব্য দেন নওয়াপাড়া পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান বকুল, ইউপি সদস্য আজগার আলী, রেহেনা খাতুন, প্রেম কুমার, গ্রামপুলিশ আব্দুল কাদের প্রমুখ।
দেবহাটা থানার এসআই অরুবা সুলতানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, সেকেন্ড অফিসার নকিবুল্লাহ, থানার বিভিন্ন কর্মকর্তা, ইউপি সদস্য, পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, পুলিশিং সেবা মানুষের দৌঁড়গোড়ে পৌঁছে দেওয়া ও অপরাধ নির্মূলে পুলিশিং কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে এলাকা ভিত্তিক অপরাধী ও অপরাধের তথ্য সহজে পুলিশের কাছে পৌঁছে দেওয়া। এতে করে মাদক, জঙ্গী সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সমাজের সকল প্রকার অপরাধ কমে আনা সম্ভব হবে। সেই লক্ষ্যে কমিটির কর্মকান্ড আরো জোরদার করার অনুরোধ জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ