নিজস্ব প্রতিবেদক:মণিরামপুরের রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া-পশ্চিমপাড়া ঈদগাহের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। এসময় তিনি বলেন, ধর্ম মানুষকে নৈতিকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধর্ম মানে শান্তি, ধর্ম মানে জগতের সকল কল্যাণের দাবিদার। সকল ধর্মই সুখ, শান্তি ও সমৃদ্ধির সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে থাকে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সম্মৃদ্ধ সোনার বাংলা গড়তে এ দেশকে স্বাধীন করেছিলেন। আজকের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পরে তিনি ঈদগাহ প্রাচীর নির্মাণ ব্যয়ে নিজস্ব তহবিল থেকে কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম বুলু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, আশিক প্রমুখ।
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র ঈদগাহের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আবুল খায়ের।
——————————————————————————————–
মণিরামপুরে ঈদগাহের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এস এম ইয়াকুব আলী

