শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ভুমি দস্যুর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে জোর পূর্বক ভূমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবার। একই গ্রামের কথিত ভূমিদস্যু আবদার হোসেনের হাত রক্ষা পেতে প্রশাসনের সহোযোগিতা চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত দেবেন রায়ের ছেলে নয়ন রায় মাধায়।এ সময় ওই গ্রামের কয়েকটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়ন রায় জানান, ওই গ্রামের পাঁচটি পরিবারের পৈতৃক সম্পত্তি বসত ভিটার উপর দৃষ্টি পড়ে ভূমিদস্যু আবদার হোসেনের। আবদার হোসেনের পিতা ও চাচার নামে ১৯৫৪ সালের ২৭ শতকের একটি দলিল ছিল। এ দলিলের মাধ্যমে ১৯৬২ সালে রেকর্ড নামপত্তনের সময় জমি পান মাত্র ৭ শতক। এরপরে ১৯৯০ সালে রেকর্ডকৃত জমি আমাদের পৈতৃক সুত্রে ও ক্রয়কৃত জমি উপর বসত ভিটা ও একটি মন্দির আছে। এ জমি আবদার হোসেন বিভিন্ন জাল কাগজ পত্রের মাধ্যমে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দখল করে ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে চাচ্ছে। শুধু তাই নয় সম্প্রতি সে আমাদের নামে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করেছে। যেটির তদন্ত ভার আদালত পিবিআই যশোরকে দিয়েছে বলে আমরা জেনেছি। এমতবস্থায় আমি যশোরের প্রশাসনের সহযোগিতা কামনা করছি যেন আবদারের হাত থেকে হিন্দু সম্প্রদায়ের এ পরিবারগুলো নিরপদে বসবাস করতে পারে।

সংবাদ সম্মেলনে নয়ন আরও বলেন, ভেকুটিয়া মৌজার ৩২৯৮ ৩২৯৩, ৩২৯৬ এই দাগগুলোতে আমাদের বাপ দাদারা পূর্ব পুরুষ হতে আমরা হিন্দু সম্প্রদায়েরা পরিবার পরিজন নিয়ে এ ভিটা মাটিতে বসবাস করে আসছি। ১৯৯০ সালের সকল রেকর্ড ও কাগজপত্র আমাদের নামে। আমরা ভূমি অফিসে নিয়মিত খাজনা পরিশোধ করি। এর পরেও আমাদের এ সম্পত্তি ভুয়া কাগজ পত্র করে আবদার হোসেনের পরিবারের নামে কিভাবে রেকর্ড করে নেয়। এ ভূমি দস্যুদের হাত থেকে পরিত্রান চায়। আমরা আমাদের সাথে ঘটে যাওয়া এমন অন্যায়ের বিচার চাই।

আরো পড়ুন

সর্বশেষ