শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে নৌকার পক্ষে ভোট চাইলেন  আমজাদ হোসেন লাভলু

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:আগামী সংসদ নির্বাচন উপলক্ষে মণিরামপুরে পাচকাটিয়া শিব পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চেয়েছেন মণিরামপুর উপজেলা  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
 বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন এর  পাচকাটিয়া শিব পূজার মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন লাভলু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন লাভলু বলেন, আপনারা আমাকে প্রধান অতিথি করবেন কেন?  আমি আপনাদের বাড়ির ছেলে, আমি আপনাদেরকে নিজের পরিবার মনে করি। আমি পুরো মণিরামপুর কে নিজের পরিবারের মতো ভালোবাসি।
এক সময় এই মণিরামপুর বাজারে আওয়ামী লীগের নাম বলার লোক ছিল না। যখন আওয়ামী লীগের কথা মনিরামপুরে  বললে  মার খেতে হতো। ঠিক সেই সময় আপনাদের সাথী হিসেবে বন্ধু হিসাবে আমি রাজপথে এসেছিলাম। আমি সেদিন বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি।
 আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আমার জীবন বাজি রেখে রাজপথে আওয়ামী লীগের  জন্য সংগ্রাম করেছি এটাই ছিল আমার ইতিহাস।
আমার ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি করতে এসে আমি চরম সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আমি এই পর্যায়ে গড়ে উঠেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবংআপনাদের আশীর্বাদে আমি মনিরামপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলাম। আপনাদের আশীর্বাদে এবং  আওয়ামী লীগের সমর্থনে আমি উপজেলা  পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম ।সেই অবদান ছিল আপনাদের। আমি দুইবার দায়িত্ব পালন করার সময় আমি চেষ্টা করেছি আওয়ামী লীগ এবং আপনাদের পাশে থাকার জন্য। যাদের বিবেক এবং মানবতা আছে তাদেরই রাজনীতি করা উচিত বলে আমি মনে করি। কারণ তারাই মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে।
আমি আপনাদের সাথে আছি,  ছিলাম, আপনাদের সাথে  থাকবো। এই এলাকার মানুষ যখন আমাকে ডাকে আমি দূরে থাকতে পারিনা। আপনারা যখনই ডাকবেন আপনাদের বিপদে আপদে আমি থাকবো।
আমি সর্বশেষ আপনাদের কাছে প্রার্থনা করি, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ করবেন। জননেত্রী শেখ হাসিনা যেন দীর্ঘায়ু হন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং বাংলার মানুষের যেন সেবা করতে পারেন।
আজ এমন একটা সময় এখানে দাঁড়িয়ে কথা বলছি সামনে জাতীয় সংসদ  নির্বাচন, সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা যেন আবারও এই দেশের ক্ষমতায় আসতে পারে, মানুষের সেবা করতে পারে, তাঁর লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সেই দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। এই শপথ আমাদের নিতে হবে।
এসময়   উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা মহিলা আওয়ামীগের সভা নেত্রী রিতা পাড়ে,
হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বিপদ ভঞ্জন পাড়ে, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জমান রানা, স্থানীয় মহিলা মেম্বার চন্দনা, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান,  ছাত্রলীগের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

আরো পড়ুন

সর্বশেষ