সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানীকর বক্তের জন্য যশোরে বিএনপির যুগ্ম সচিব আলালের বিরুদ্ধে মামলা

আরো খবর

যশোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করে যশোরে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় অভিযোগে আজ বেলা সাড়ে ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তার এক বক্তব্যে বলেন, ‘ এখন আর তজবি পট্টি নাই। এখন কপালে তিলক চন্দন দেয় আর বয় ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে ফস্টিনস্টি করে। আওয়ামী লীগের একটাই আবেগের পুঁজি ছিল, সেই পুঁজি তারা ভেঙ্গে খেয়ে ফেলেছে। আসামির এমন আক্রমনাত্মক মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচার মাধ্যমে প্রকাশও হয়েছে। যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানী ঘটেছে। মামলার বাদী গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দল ও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা সম্পর্কে এমন বক্তব্য শুনে আহত হয়েছেন। যে কারণে তিনি ন্যায়বিচার প্রত্যাশায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, আদালত তাদের অভিযোগটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ