শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে কৃষকলীগের সম্মেলন পূর্ব প্রস্তুুতি সভা

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:বাংলাদেশ কৃষকলীগ যশোরের শার্শা উপজেলা শাখার উদ্যোগে জেলা কৃষকলীগের নের্তৃবৃন্দু ও এমপি শেখ আফিল উদ্দিনের পরামর্শে ও দিকনির্দেশনায়  বৃহস্পতিবার বিকালে লক্ষনপুরে ও শুক্রবার সকালে বাহাদুরপুর শাখারিপোতায় কৃষকলীগসহ  বিভিন্ন সংগঠনের নেতাকর্মিদের সাথে  মতবিনিময় ও সম্মেলন পূর্ব প্রস্তুুতি সভা অনুস্টিত হয়েছে।
লক্ষনপুরে আলতাফ হোসেন  ও শেখারীপোতায় লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এম এ রহিম ও বিশেষ অতিথি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লক্ষনপুরে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান  সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুইয়া  যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজামান.শেখারীপোতায় আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মফিজুর রহমান যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তিতাস যুবলীগ নেতা তরিকুল ইসলাম. মেম্বর লাবলু বিশ্বাস্ সেনামিয়া ছাড়াও উপস্তিত  ছিলেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি রফিকুল ইসলাম.যুগ্ন সম্পাদক মোকারম হোসেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু দপ্তর সম্পাদক কামরুল ইসলাম অর্থ সম্পাদক জিয়ায়ুর রহমান.কৃষি ও বিজ্ঞান  প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা কৃষকলীগ নেতা আলতাফ হোসেন লিয়াকত আলী ভান্ডারী.শাহজাহান আলী আদুরী খাতুন প্রমুখ।
সম্নেলন সফল করতে প্রস্তাবিত কমিটিকে নির্দেশনা ও দায়িত্ব দেওয়া হয়েছে।
লক্ষনপুরে  মোমিনুর রহমান আব্দুল জলিল. ঝানু মংলা জর্জ মিয়া  হালিম আক্রম হোসেন  আলীমিয়া বাবুল হোসেন ও উজ্জ্বলকে।
বাহাদুরপুরে মেম্বর মফিজুর  হযরত আমির আজিজুর  রহমান  আলিমুর মেম্বর সুজন আলী ওলিয়ার মোশারফ কবির উদ্দিন  সেলিম হোসেন এনামুল আজগার আলী ওয়াদুদ  সেলিনা খাতুন ও শিউলি খাতুনকে।
ইউনিয়ন কৃষকলীগের ৬১ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠিত হবে। এসময় তৃর্নমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও  শক্তিশালী করতে ৪১ সদস্যের  ওয়ার্ড কমিটি গঠিনপূর্বক সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ