শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যুবলীগনেতা মাজাহারকে গুলি করে হত্যার চেস্টা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলামকে গুলি করে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মাজহারুল ইসলাম বলেছেন সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি রামকৃষ্ণপুর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এরই মধ্যে হঠাৎ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কায়েতখালী গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল হোসেন, জাকির হোসেনের ছেলে তামিম, একই গ্রামের আনোয়ার হোসেন, হাসিমপুরের হাবিল ওরফে বার্মিজ, রবিউল ইসলামের ছেলে মাসুম, মতলেবের ছেলে রাসেল, নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ও জাকির হোসেনের ছেলে তামিমসহ ৭/৮ জনের একটি দল স্বশস্ত্র অবস্থায় সেখানে আসে।

এসময় কিছু বুঝে ওঠার আগেই ওই সন্ত্রাসী যুবলীগ নেতা মাজহারুল ইসলামকে লক্ষ্য করে দুইটি গুলি ছোঁড়ে। কিন্তু জীবন বাঁচাতে মাজহারুল ইসলাম মাটিতে শুয়ে পড়েন। পরে স্থানীয়রা ধাওয়া করে সন্ত্রাসী রাসেলকে একটি চাইনিজ কুড়াল ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করে।

পরে খবর পেয়ে সেখানে হাজির হন ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোকাররম হোসেন।

এই ব্যাপারে এসআই মোকাররম হোসেন বলেছেন, মাজহারুল ইসলামের কাছে গুলির কথা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে তেমন কিছু দেখলামনা। তাছাড়া রাসেলকে আটকের ব্যাপারে বলেছেন স্থানীয়দের ধাওয়া খেয়ে সে মাটিতে পড়ে গিয়েছিল। পরে তার লোকজন এসে নিয়ে গেছে। তবে মোটরসাইকেলটি স্থানীয় ইউপি সদস্যের কাছে আছে।

আরো পড়ুন

সর্বশেষ