শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে পুলিশের অভিযানে   আটক-৩,জন্মনিরোধক বড়ি ও গাঁজা উদ্ধার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরে থানা পুলিশের পৃৃথক পৃথক  অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে ৪লক্ষ ২০হাজার  পিচ সরকারী জন্মনিরোধক বড়ি ও ২শত ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের থানার কৈখালীর সকিনামোড় এবং পশ্চিম কৈখালী থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পশ্চিম কৈখালী এলাকার জব্বার গাজীর ছেলে মোজাম  গাজী (৫০)ও  শামছুর গাজীর ছেলে   ইশারাফিল গাজী(৪২) ।
অপর জন হল একই  এলাকার রিপন তরফদার (৩২)। থানা পুলিশ জানায়,সরকারী জন্মবিরতীকরন বড়ি পাচার হয়ে যাচ্ছে এমন খবর পেয়ে কৈখালী সকিনামোড়ের একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৪লক্ষ ২০হাজার পিচ জন্মবিরতীকরন বড়ি  উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বড়ির মুল্য তিন লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ।  অপর দিকে পশ্চিম  কৈখালী এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে থানা পুলিশের একটি টিম  অভিযান চালায়।  এসময় সেখান থেকে ২৫০গ্রাম গাঁজাসহ রিপনকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায়  দুইটি পৃথক পৃথক মামলা দ্বায়ের করেছে।শনিবারে সকালে আসামীদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ