পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।পাইকগাছায় জাল-জালিয়াতি করে বায়না পত্র দলিল সৃষ্টি করে রুমি-সুমি হোটেল দখল চেষ্টা কালিন হামলায় ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে। অভিযোগে জানা যায়,পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত শেখ মহিউদ্দীনের পুত্র শেখ আব্দুর রহমান পাইকগাছা বাস স্ট্যান্ড সম্মুখে রুমি-সুমি নামে একটি ভাতের হোটেল দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে।
হোটেল সংলগ্ন দু’কলেজ পড়ুয়া কন্যা ও স্ত্রী নিয়ে বসবাস করে আসছে।ভুক্তভোগি রহমান জানায়,সরল মৌজায় এসএ ৪০খতিয়ানে ৭৭৮ দাগে জমির মালিকের ওয়ারেশের নিকট থেকে আলাউদ্দীন রাজা ক্রয়ে করে নাম পত্তন মূলে ভোগ-দখলে থাকা কালে আমি প্রথমে ভাড়া চুক্তি ও পরবর্তীতে কোবলা রেজিষ্ট্রি মূলে ভোগ-দখলে আছি।তবে রবিবার ভোরে শেখ তৈয়েব হোসেন নুর ২০/২৫জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা করে আমাকে ধরে বলে আসলাম ও মিতা বায়না সুত্রে এ জমি আমাকে বায়না পত্র দলিল করে দিয়েছে, যার নং-৭৯/২৩, তারিখ ৫/১/২৩ইং।আর ৩৩৪নং ডিপি খতিয়ানে হাফিজের অংশ বায়না পত্র দলিল করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ৩৩৪নং ডিপি খতিয়ানে শওকাত গাজী ও আব্দুল গনি ছাড়া অন্য কারোর নাম নেই বলে জানান আব্দুর রহমান। তিনি আরো জানান,৩৩৪নং ডিপি খতিয়ানটি সেটেলমেন্ট অফিসের সিলমোহর জাল-জালিয়াতি করা হয়েছে।অত:পর নুর ও তার বাহিনী আমাকে মারতে থাকলে আমার স্ত্রী রিজিয়া বেগম প্রতিবাদ করলে তাকে বে-ধড়ক মারপিট করে এবং ঘরে ঘুমন্ত আমার দু’কলেজ পড়ুয়া কন্যাদ্বয় কে ও মারপিট করে আহত করে।
একই সাথে তারা আমার ঘরের আলমারি থেকে টাকা, স্বর্নালঙ্কার, দুটি এলইডি টিভি,এ্যানড্রয়েড মোবাইল নিয়ে যাওয়া কালে ঘরের ভিতরে থাকা বিভিন্ন জিনিস পত্র তছনছ পূর্বক ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। স্হানীয় লোকজন আমাদের কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তৈয়েব হোসেন নুর কে ১নং আসামী করে ৬জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ অজ্ঞাত উল্লেখ করে থানায় অভিযোগ করেছি।
পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

