সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বেনাপোলে দু’ বাংলার মানুষ মিলেমিশে একাকার

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বেনাপোল-পেট্টাপোল সীমান্তের শূন্য রেখায় মিলিত হয়েছিল দুই বাংলার মানুষ। সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি বিএসএফ এর যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। বিউগল ও দু দেশের জাতীয় সঙ্গিত বাজিয়ে শুরু করা হয় শারিরিক কুসরত। এসময় কুরতালিতে মুখরিত হয় পুরো সীমান্ত এলাকা। মনো,মুগ্ধকার দৃষ্যটি উপভোগ করেন বিজিবি বিএসএফ সহ প্রশাশন গনমাধ্যম কর্মিসহ হাজারও দর্শনার্থী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধা পর্যন্ত সীমান্তের শুন্য রেখায় দুটি দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিলেছে উৎসবে। সন্ধ্যার সাথেই যৌথভাবে নামানো হয় জাতীয় পতাকা। পরে বজিবি বিএসএফের পক্ষে একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরন করে নেওয়া হয়। এ সময় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্টান উপভোগ করতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আসা দৃ দেশের দর্শনার্থীরা।
বিজিবি বিএসএফের ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি,খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশিদ,যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা ও ভারতের কলিকাতা বিএসএফের ডিআইজি রাজেশ কুমার ও ১৭৯ বিএসএফ ব্যাটলিয়নের সিও নিজাম উদ্দিন।
যশোর রিজিয়ন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল-ওমর সাদি বলেন- বাংলাদেশ ভারত সম্পর্ক সর্ব”ছ শিখরে পৌচেছে। বাংলাদেশের জন্যে ভারতীয় সেনা ও বিএসএফ যুদ্ধ করেছে। বিশেষ এ দিয়ে বঙ্গবন্ধু সহ তাদের স্বরন করি।
বিএসএফ ডিআইজি-কলিকাতা রাজেশ কুমার বলেন,এ দিনটি খুবই গুরুত্বপূর্ন ও স্বরনীয় দু দেশের এদিনটির জন্য রয়েছে যথেষ্ট তাতপর্য্য। দু দেশের বিজিবি বিএসএফ ও কাধে কাধ মিলিয়ে কাজ করে আসছে। রয়েছে সু সম্পর্ক-
ভারত-বাংলাদেশের সীমান্তের শুন্যরেখায় জমকালো জয়েন্ট রিট্রিট সিরিমনির মাধ্যমে আবারো বাজল ভ্রাতৃত্বের জয়গান।এ সময় বিজিবি বিএসএফ সদস্যদের অংশগ্রহণে জমকালো সামরিক কলা কৌশলের দৃষ্টি নন্দন যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়।দু’দেশের আমন্ত্রিত অতিথিসহ জনসাধারণ সীমান্তের শুন্যরেখায় আসতে থাকেন।তারা একে অন্যের সাথে কথা বলেছেন প্রাণ খুলে,উপভোগ করেছেন যৌথ প্যারেড, দেখেছেন দু’দেশের জাতীয় পতাকা নামানোর দৃশ্য।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ