শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় বৃত্তি প্রদান ও সততা ষ্টোর উদ্বোধন করেন দুদকের ডিডি আল-আমিন

আরো খবর

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় সততা সংঘের মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান,শিক্ষা উপকরণ বিতরন,রচনা প্রতিযোগিতা ও সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। রোববার এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মরিয়ম মাধ্যমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের উপসহকারী পরিচালক শেখর কুমার রায় ও উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের দুর্নীতির প্রতি ঘৃণা পোষণ, প্রতিবাদি এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গ্ররুত্বারোপ করেন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি,শিক্ষা উপকরন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন। একই সাথে উদ্বোধন করেন সততা ষ্টোর।

 

আরো পড়ুন

সর্বশেষ