মণিরামপুর প্রতিনিধি: তীব্র তাপদাহ আর লোড শেডিংএ কদর বেড়েছে তাল পাখার। সারা দেশের ন্যায় মণিরামপুরে বেশ সরব হয়ে উঠেছে পাখা তৈরির কারিগররা।
শহর শহর তলিতে তাদের দেখা যাচ্ছে পাখা বিক্রি করতে। তবে কদর থাকায় দাম বেড়ে গেছে গ্রামীণ এই হস্ত শিল্পের।মঙ্গলবার মণিরামপুর বাজারে হাত পাখা নব্বই টাকায় বিক্রি করতে দেখা যায়।কিছুদিন আগে যার মূল্যছিল মূল্য ছিল মাত্র ৩০ থেকে ৪০ টাকা। কয়েক দিনের ব্যবধানে তালের হাত পাখার মূল্য দ্বিগুণ এর ও বেশি। তার পরও দেখা যায় ক্রেতাদেও ভীড়। এই গরমে প্রাণ জুড়ানো শিতল বাতাস পেতে পরিবেশ বান্ধব তালপাখার কোন জুড়ি নেই। গ্রামীণ জীবনে গরমকালে এখনো তালের পাখা ভুমিকা অপরিহরিসীম। আধুনিক বিজ্ঞানের অগ্রপতির যুগে পাখার বিকল্প অনেক যন্ত্রের আবিষ্কার হলেও শীতল বাতাসের জন্য তাল পাখার জুড়ি নেই। তাইতো প্রবাদ আছে “আমার নাম তালের পাখা শীতকালে ভাই দেইনা দেখা, গ্রীষ্মকালে প্রাণের সখা।

