রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর পৌরসভার ৭৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: গতকাল যশোরের কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৭৫
কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৭ জুন সকালে
পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার কম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৫ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭৪ কোটি ৭৩ লাখ টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ৮৮ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকা। বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার
রহমান, মশিয়ার রহমান রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, বি এম শহিদুজ্জামান শহিদ, আফজাল হোসেন বাবু, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন, আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ