সাতক্ষীরা প্রতিনিধি: গভীর রাতে সাতক্ষীরা পৌরসভার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) রাতে ১২টার দিকে লাগা আগুনের ধোঁয়ার কুন্ডলি ও পোড়া গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশান কর্মকর্তারা জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌরসভা ভবনে লাগা আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয়।
তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা কতটা ক্ষতি হয়েছে তা এখনি বলা সম্ভব নয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) নজরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল পৌরসভায় গিয়ে আগুন নিভাতে ফায়ার সার্ভিস’কে সহায়তা করেছে। পৌরসভার ৩য় তলায় কনফারেন্স রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভলেও কি ভাবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা সম্ভব নয় বলে জানান তিনি।
এবিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মদ চিশতির সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠো ফোনটি রিসিভ করেন নি।
