শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

হত্যা মামলার আসামি ধরতে গিয়ে অস্ত্রসহ আটক ৩

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের ডিবি পুলিশ অভয়নগরের রকিবুল ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামি আটক করতে গিয়ে খুলনার দিঘলিয়া থেকে ৬টি ধারালো অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে। বুধবার ভোরে তাদের দিঘলিয়া থেকে আটক করা হয়।
আটক তিনজন হলো, দিঘলিয়ার বারাকপুর গ্রামের মৃত গাজী জাকির হোসেনের ছেলে গাজী আরাফাত হোসেন কাইফ (২২), গোলাম মুন্সীর ছেলে আরাফাত মুন্সী (২২) এবং শাহজাহান মৃধার ছেলে রাসেল মৃধা (২২)।
যশোর ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোরের ডিবি পুলিশ অভয়নগরের দুইটি হত্যা মামলা তদন্ত করতে গিয়ে খুলনার দিঘলিয়ায় যায়। সেখানে অস্ত্রসহ ওই তিন যুবককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। এসআই শফি আহমেদ  মামলাটি করেন।#

আরো পড়ুন

সর্বশেষ