কেশবপুর প্রতিনিধিঃ
শনিবার বিকেলে কেশবপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী গৌতম রায় এর বিজয় সুনিশ্চিত করতে ৬ নং সদর ইউনিয়ন আওয়ামীলী যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।
উক্ত বর্ধিত সভায় সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক এম এম কবির হোসেন, প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায়, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক এম এম কবির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

