শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় কোষ্টগাডের অভিযানে ৫কেজি  গাঁজা উদ্ধার 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  শৈলখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা  হয়েছে। শুক্রবার (০৯ জুন)   দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে , শুক্রবার সকালে শৈলখালীর হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীর পাড়ে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকার  ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনাত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ