তির্ষক যশোরের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে গোল্লাছুট,ও হাডুডু খেলা গত কাল যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। গোল্লাছুট ইভেন্টে এম এস টিপি বালিকা বিদ্যালয় ৫-২ পয়েন্টে যশোর বালিকা বিদ্যালয়কে এবং হাডুডু খেলায় প্রেমবাগ ইউনিয়ন ৪-২ গোলে নরেন্দ্রপুর ইউনিয়নকে হারায়।এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলার উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা ইয়াকুব কবির।এ সময় উপস্হিত ছিলেন আহম্মদ সাঈদ বুলবুল,দুই ইউনিয়নের চেয়ারম্যান,আনিসুজ্জামান পিন্টু,তির্ষক যশোরের কর্ণধর দিপংকর দাশ রতন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে গোল্লাছুট,ও হাডুডু খেলা

