শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় মোটর সাইকেল চোর আটক

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মোটর সাইকেল চুরির সময় শামীম হোসেন (৩২) নামের এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত শামীম হোসেন কালীগঞ্জ উপজেলার কালিকাপুর রামনগর গ্রামের দলিল উদ্দীনের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার প্রানকেন্দ্র সখিপুর মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দেবহাটা থানা পুলিশে সোপর্দ করেন। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আটককৃত চোর শামীম হোসেনকে থানায় নিয়ে যায় পুলিশ।
তাকে থানায় নেয়ার পর বিভিন্ন সময়ে দেবহাটাসহ আশপাশের এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলের মালিকেরা তাদের অভিযোগ নিয়ে এবং খোয়া যাওয়া মোটর সাইকেল উদ্ধারের আশায় থানায় ভিড় জমাতে শুরু করেন।
আটককৃত মোটর সাইকেল চোরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীরা মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

আরো পড়ুন

সর্বশেষ