শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে গণি হাজীর ৫তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা, তার পরও বসবাস, চলছে দোকান

আরো খবর

  শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় গণি হাজীর হেলে পড়া ৫ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বেনাপোল ফায়ার সার্ভিস।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা সম্বলিত দুটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ভবনের দু’পাশে।
বেনাপোল ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ রতন কুমার দেবনাথ  বলেন, পৌরসভা তৈরি হওয়ার আগে এই ভবনটি তৈরি হয়েছে। ভবনটি বর্তমান অধিক ঝুঁকিপূর্ণ। সেই সাথে এখানে নেই কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা, নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা। এই ভবনটি যে কোন মুহূর্তে ভেঙে পড়ার ঝুঁকিসহ ভয়াবহ অগ্নি ঝুঁকিতে রয়েছে।জনজীবনের জন্য হুমকিস্বরূপ বিবেচনা করে ভনটি অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা পরামর্শ দিচ্ছি।
স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি তৈরি করেন মৃত হাজী আব্দুল গণি। বর্তমান তার ছেলে আমিনুল ইসলাম পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। এছাড়া বেশ কয়েকজন ভাড়াটিয়া এবং  নীচে রয়েছে দোকান পাট। যেখানে প্রতিদিন বহু লোকসমাগম হয়।

আরো পড়ুন

সর্বশেষ