কলারোয়া প্রতিনিধিঃ সোমবার সকাল নয়টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট- ২০২৩ ( বালক অনুর্ধ্ব-১৭ “) এর ২য় দিনের ১ম খেলায় মুখোমুখি হয় যুগীখালী ইউনিয়ন বনাম চন্দনপুর ইউনিয়ন। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে যুগীখালী ইউনিয়ন ৩-১ গোলে চন্দনপুর ইউনিয়ন কে পরাজিত করে। এদিকে বেলা ৪ টায় ২য় খেলায় জালালাবাদ ইউনিয়ন বনাম দেয়াড়া ইউনিয়ন মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় তীব্র প্রতিদ্বনদীতার মধ্যে ১৩ টি করে পেন্লাটি শর্টের মধ্যে ৮-৭ গোলে দেয়াড়া ইউনিয়ন জয়লাভ করে। ৩য় ম্যাচে জয়নগর ইউনিয়ন বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশুন্য থাকায় ট্রাইবেকারে ৩-০ গোলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ জয়লাভ করে সেমিফাইনালে উর্ত্তীণ হয়। আজ মঙ্গলবার বিকাল তিনটায় ১ম সেমি সেমিফাইনালে বিকাল তিনটায় মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা বনাম যুগীখালী ইউনিয়ন পরিষদ এবং বিকাল ৪.৩০ মিনিটে ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে দেয়াড়া ইউনিয়ন পরিষদ বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদ। মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন মোঃ মাহবুবুর রহমান মফে,মাহফুজুর রহমান নিশান, স,ম, মোরশেদ আলী, ডালিম হোসেন, বিশাখা তপন সাহা, সহ মেম্বার কামরুজ্জামান, রফিকুল ইসলাম, মোঃ শাহাজুদ্দীন, আকলিমা খাতুন,সহ ইউনিয়ন পরিষদের অন্য ইউ,পি সদস্যবৃন্দ। মেডিকেল টিমে ছিলেন মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির তুষার, বি,আর,ডি,বি অফিসার এ,এস,এম সোহেল,সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের রেজাউল করিম লাভলু,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন করিম,কলারোয়া থানার প্রতিনিধি, সহ বিপুল দর্শক খেলাগুলি উপভোগ করেন। খেলা গুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, রাশেদুজ্জামান, আবু সাঈদ, কামরুজ্জামান বাবু, সাইফুল ইসলাম, সাজেদুল করিম তপু, মোমিনুর,রুহুল আমিন, মোশাররফ হোসেন । ধারাভাষ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন এবং শেখ শাহাজাহান আলী শাহিন। সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সহ কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, অবঃ সাবেক রেফারি আলঃ আব্দুর রহিম বাবু।
কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

