শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা জেলা পরিষদের ৪২ কোটি ৫৫ লক্ষ টাকার  বাজেট ঘোষনা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার দুইশত তেইশ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ১২ জুন জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এই বাজেট উপস্থাপন করা হয়। বাজেটের খাত-ওয়ারী আয়-ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান (২) আব্দুল হাকিম, প্যানেল চেয়ারম্যান (৩) এড. শাহনেওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, ফিরোজ কবির, আমজাদ হোসেন, ইন্দ্রজীৎ দাশ, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, শিল্পী রানী মহালদার।
জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এ সময় বলেন, পর্যালোচনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সকল খাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ