শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পিছিয়ে পড়া নারী ও শিশুদের কর্মশালা 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় পিছিয়েপড়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কমশালা অনুষ্ঠিত হয়।ইউনিসেফের খুলনা বিভাগীয় প্রধান কওছার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন ।
আরো বক্তব্য রাখেন, সহদরের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি শাহারিয়ার মাহমুদ, ইউনিসেফের খুলনা বিভাগের শিক্ষা অফিসার সাজ্জাদুল ইসলাম, সুশীলননের উপ-পরিচালক মনিরুজ্জামান মনির প্রমূখ । কর্মশালায় বলা হয় , ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাতক্ষীরা জেলার পিছিয়েপড়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যা আগামী তিন বছর ( ২০২৬ সাল‌) পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ