শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল সড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:যশোর নড়াইল সড়কে অজ্ঞাতনামা বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ফেরদৌস হোসেন(১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস হোসেন নড়াইল জেলার সদর উপজেলার সারকেল ডাঙ্গা গ্রামের মিন্টু হোসেনের ছেলে।
নিহতের চাচা রকিব বিশ্বাস জানান, তারা মোটরসাইকেল যোগে যশোর আসার পথে  নড়াইল সড়কের দাদপুর নামক স্থানে অজ্ঞাতনামা বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। জরুরী বিভাগের চিকিৎসক চিকিৎসার জন্য সার্জারি বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টায় সার্জারি বিভাগের চিকিৎসক শাহারুল ইসলাম মৃত্যু ঘোষণা করেন।
তুলোরামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাতনামা বাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পরিবারের কোন অভিযোগ না থাকলে লাশ বিনা ময়না তদন্তে দেয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ