শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন চেয়ারম্যান তৌহিদুজ্জামান

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান। বুধবার সকালে তিনি তার ইউনিয়নের ৮ জন অসহায় প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে হুইল চেয়ার তাদের কাছে হস্তান্তর করেন। হুইল চেয়ার পেয়ে অসহায় মানুষেরা খুশি প্রকাশ করেছেন।
হুইল চেয়ার বিতরণকালে ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও হাসানপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ওবায়দুল ইসলাম, ইউপি সদস্য হেকমত আলী, কামরুজ্জামান, আশরাফুজ্জামান, কল্লোল কুমার দাস, রুবিয়া খাতুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়ারুল ইসলাম জিয়া, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান শোভন প্রমুখ।
এ ব্যাপারে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান বলেন, ‘ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৮ জন অসহায় প্রতিবন্ধীর বাড়ি বাড়ি গিয়ে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে। হুইল চেয়ার পাওয়া এসব মানুষের এখন চলাফেরা করতে কিছুটা কষ্ট লাঘব হবে। আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’ #

আরো পড়ুন

সর্বশেষ