শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শানতলায় যুবলীগের অফিস উদ্বোধন করেন আওয়মী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাশেমপুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার বিকালে শানতলায় যুবলীগের অফিস উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা আবিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  যুবলীগের অফিস উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।
এ সময় প্রধান অতিথি বলেন,  যুবলীগের অগ্রণী ভূমিকায় আজ আওয়ামী লীগ এগিয়ে চলেছে। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি করে রাখা হয়েছিল তখন আন্দোলন সংগ্রাম করে এই যুবলীগ কারা মুক্তির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে হাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান,  জেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলন,  জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, কাশেমপুর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইবাদ আলী, কাসেমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবর আলী ,যুবলীগ নেতা শেখ উজ্জল হোসেন, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক ইনসার আলী, কাশেমপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি কার্তিক পোদ্দার প্রমুখ ।  অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট আমির হোসেন।

আরো পড়ুন

সর্বশেষ