নিজস্ব প্রতিবেদকঃ যশোর ডিবি, চাঁচড়া ফাঁড়ি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোর কার্যালয়ের কর্মকর্তারা আলাদা অভিযান চালিয়ে ১শ ৫ পিচ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলো শহরের রেলগেট পশ্চিমপাড়া বর্তমানে সদরের পুলেরহাট বেড়বাড়ি মাঠপাড়া আলমগীরের বাড়ির ভাড়াটিয়া আলম শেখের ছেলে নাবেদুল হাসান ওরফে রানা (৩৩) তপসীডাঙ্গা কামারপাড়া গ্রামের আজগর আলীর ছেলে শাহিনুর (৩২) শহরের শংকরপুর চোপদার পাড়ার রুহুল আমিন মোল্লার ছেলে ইমন (১৯)। এছাড়া শংকরপুর জমাদ্দার পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে সোহাগ সুমন (৩২) পালিয়ে যায়।
ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলাম জানান, শনিবার (১৭ জুন) বিকেলে গোপনে সংবাদ পান পুলেরহাট বেড়বাড়ি আলমগীরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য দুই মাদক বিক্রেতা অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে সেখানে পৌছুলে ডিবি পুলিশ দেখে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়। আটক নাবেদুল ট্রাউজারের ডান পকেট থেকে ৬০ পিচ ও শাহিনুর প্যান্টের বাম পকেট থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
চাঁচড়া ফাঁড়ির এ এস আই মোস্তাফিজুর রহমান জানান, রোববার দুপুরে চাঁচড়া বাজার মোড়ে অবস্থানকালে জানতে পারেন চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি নাগরিক কল্যাণ সমিতির সামনে একজন মাদক বিক্রেতা ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশি উপস্থিতিটের পেয়ে মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় ইমনকে আটক করা হয়। আটক ইমনের প্যান্টের বাম পকেট থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, শনিবার (১৭ জুন) বিকেলে শংকরপুর জমাদ্দারপাড়ার মুকুলের বাড়ি অভিযান চালিয়ে তার জামাতা সোহাগ সুমনের ঘরের তোষকের নীচ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যমোর কার্যালয়ের সদস্যদের দেখে আগে সোহাগ সুমন পালিয়ে যায়। আটক ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় পৃথক ৪ টি মামলা হয়েছে।
