শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা পৌর কর্মচারীদের মানববন্ধন

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে রবিবার সকালে পৌর সভার মূল ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে পৌর ওয়াটার সুপার মো. সেলিম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিসাবরক্ষক রায়হানুল ইসলাম, পাম্প চালক নুরুল ইসলাম, এ কে এম শহীদুল ইসলাম, আবদুল কুদ্দুস, মো. মনিরুজ্জামান, আবুল কালাম, হাবিবুর রহমান, মেকানিক আব্বাস আলী, বিল ক্লার্ক বেবী সুলতানা, নাইমা খাতুন প্রমুখ।

মানববন্ধনে এসময় পৌর সভার পানি সরবরাহ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২২ সালের ডিসেম্বর মাস হতে ২৩ সালের জুন পর্যন্ত পৌর সভার পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা কোন বেতন ভাতা পাচ্ছেন না। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেতন না পাওয়ায় তারা তাদের সন্তানদের মুখে দু’মুটো খাবার দিতেও পারছেন না। ঈদুল ফিতরের সময় তারা তাদের সন্তানদের কোন কাপড় চোপড় কিনে দিতে পারেননি। সামনে পবিত্র ঈদুল আজহা। তার আগে তাই তাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে বলে তারা এ সময় দাবি জানান। যদি বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে না দেওয়া হয় তাহলে আগামীতে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন

সর্বশেষ