চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসানুরজ্জামান(৩৩),আজিজুর রহমান (৪০), মেহেদী হাসান(২০) ৭দিন জেল ও ৩০০শত টাকা জরিমানা করাহয়েছে। সোমবার সকাল ১০টার সমায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(৫) ধারায় নিরিবিলি পাড়া থেকে হাসানুজ্জামান (৩৩) ৭ দিন জেল ১০০জরিমসনা, চাঁদ পুর উত্তরপাড়া থেকে আজিজির রহমান (৪০) ৭দিন জেল ১০০ টাকা জরিমানা, ডাকবালাপাড়া থেকে মেহেদী হাসান (২০) ৭দিনের জেল ও ১০০ মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) গুঞ্জন বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধকদ্রব্য নিয়ন্ত্রণ অফিেেসর উপ পরিদর্শক এস আই এস এম শাহিন পারভেজ,এ এস আই সাইদুর রহমান সহ মাদকদ্রব্যের অফিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌগাছা মাদক কারবারির জেল জরিমানা
Previous article
Next article
