বিশেষ প্রতিনিধি:জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নরেন্দ্রপুর পুুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৭শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৭ বোতল ফেনসিডিল ও ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার ভেতুটিয়া মাদ্রাসার পাশে আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক,যশোর শহরের বারান্দীপাড়া বটতলার মৃত মনিরুজ্জামানের ছেলে তারিফ হোসেন,সদর উপজেলর বিরামপুর কালিতলার রবিউল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম মুকুল,শহরের পূর্ব বারান্দী সরদার পাড়ার বর্তমানে পালবাড়ি পারহাউজ পাড়া রাসেলের বাড়ির বাড়াটিয়া সেকেন্দার আলীর ছেলে রায়হান উদ্দিন রাসেল,শার্শা উপজেলার ডিহি ছুরি পাড়ার হযরত শিকদারের ছেলে তরিকুল ইসলাম , বেনাপোল পোর্ট থানার বেনাপোল কলেজপাড়ার আলমগীর হোসেনের ছেলে আব্দুল মান্নান ও যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট (দক্ষিণপাড়া) গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ ওরফে রামিম ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানা, শার্শা ও বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ১৯ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ৩টি সফল অভিযানে ৭শ’ পিস ট্যাপেন্টাডল,১৭ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,ডিবি’র এসআই সোলায়মান আক্কাস,এএসআই শফিউর রহমান,এএসআই ইপিবালাসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রোববার ১৮ জুন বিকেল সাড়ে ৫ টায় যশোর শহরের এমএম আলী রোড মাইকপট্টি সিনা মেডিকেল নামক ফার্মেসীর মধ্যে অভিযান চালিয়ে ওমর ফারুক ও তারিফ হোসেনকে ৭শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
পরে তাদের দেয়া তথ্য মতে আলাদা অভিযান চালিয়ে বায়েজিদ ইসলাম মুকুল,রায়হান উদ্দিন রাসেলকে গ্রেফতার করে। এ ঘটনায় শফিউর রহমান বাদি হয়ে কোতয়ালি থানায় চারজনের নামে মামলা দায়ের করেন। অপরদিকে ডিবি’র এসআই আরিফুল ইসলাম,এসআই রাজেশ কুমার দাশ,এএসআই নির্মল কুমার ঘোষসহ একদল ফোর্স ১৮ জুন রোববার রাত পৌনে ৯ টায় শার্শা থানাধীন ১নং ডিহি ইউনিয়নের নৈহাটি গ্রামের নৈহাটি টু ডিহি গামী জনৈক আব্দুর সোবহান এর বসত বাড়ির সামনে থেকে তরিকুল ইসলামকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। একই রাতে ১০ টার পর ডিবি’র এসআই শাহিনুর রহমান,এএসআ্ই আমিরুল ইসলাম,এএসআই শেখ কামরুল আলমসহ একদল ফোর্স বেনাপোল কলেজপাড়া গ্রামস্থ জনৈক আব্দুল মান্নান এর বসতবাড়ি হতে আব্দুল মান্নানকে গ্রেফতার করে।
এ সময় তার তার দখল হতে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া,যশোর কোতয়ালি থানাধীন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা রোববার ১৮জুন রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী ট্রাকের বাজারস্থ রামিম স্যানেটারি দোকানের সামনে থেকে আব্দুল্লা ওরফে রামিমকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

