কলারোয়া প্রতিনিধি:সাতক্ষীরায় বিয়ের কয়েক ঘন্টা পর নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার জেলার কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের পর রাতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৯ জুন) কলারোয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আত্মহননকারী নববধূর নাম ঊষা খাতুন (২০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে। কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন এর সঙ্গে রবিবার দুপুরে তার বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পরে পাশের বাড়ি গেয়েছিলো নববধূ উষা। উষাকে ওই বাড়ি থেকে তার নানি ডেকে বকাবকি করে। নানি বলেন, নতুন বিয়ে হয়েছে। তুই বাইরে কেন? এই অভিমানে আত্মহত্যা করেছে।
কলারোয়া থানার উপপরিদর্শক অনীল মুখার্জি জানান, রবিবার দুপুরে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে নিজের বাড়িতে চলে যান। পরে একই দিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির ঝগড়া হয়। এরপর নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
