সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরের চলিশিয়ায় নৌকা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আরো খবর

স্টাফ রিপোর্টার

অভয়নগরে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড.মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী মশিউর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারী ইব্রাহীম হোসেন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আঃ গফফার ফকির প্রমুখ। সভা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা শহিদুল ইসলাম মিলন বিদ্রোহী প্রার্থী ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সানা আঃ মান্নানকে দলীয় পদ থেকে অব্যহতি দেন। এবং আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই বলে উল্লেখ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ