শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে নৌকার পক্ষে এস এম ইয়াকুব আলীর গণসংযোগ

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মণিরামপুরে নৌকা প্রতীকের পক্ষে পথসভা ও গণসংযোগ করে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এস এম ইয়াকুব আলী। সোমবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি পথসভা ও গণসংযোগ করেন।

এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ায় একটি কু-চক্র মহল সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মহিতুজ্জামান, তপন মন্ডল, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, ভোজগাতী ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ