রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে কটুক্তি, সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরে  ১৮ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একপত্রে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বলে  জানা গেছে।এছাড়া তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সুত্র।
বহিস্কার পত্রে কয়েকটি কারন উল্লেখ করা হয়েছে। সেগুলো হল, অন্যের সম্পত্তি জবর করে মৎস ঘের পরিচালনা করা।  জনসভায় সাতক্ষীরাকে অচল করে দেওয়ার ঘোষনা দেওয়া।  প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কটুক্তি। এছাড়া বিগত দিন অর্থাৎ ২০১৩/১৪সালে সাতক্ষীরা শহরে  ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে  রাস্তাঘাট ও গাছপালা কেটে অবরোধ সৃষ্টি করে সরকার পতন ঘোষণা দেওয়্ । উল্লেখিত অভিযোগ গুলির  প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ার কারনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত সহ  জেলা প্রশাসক সাতক্ষীরা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে মন্ত্রনালয়ের এই আদেশে।

আরো পড়ুন

সর্বশেষ