মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুরে ট্যাল্টেপুলে ৫ ও সাধারণ কোটায় ১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দলপুর প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে সিটি প্লাজা স্কলারশীপ এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। স্কুলের পরিচালক রওশন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন সমৃদ্ধি। আমাদের লক্ষ স্মার্ট বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির নগদ অর্থসহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এস এম ইয়াকুব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল ইনষ্টিটিউট-এর প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।
অপরদিকে, একইদিনে মণিরামপুর পৌরসভার দারুল উলুম ইলাহী বখশ মাদরাসার মসজিদ নির্মানের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এস এম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকসহ আরো অনেকে।

