শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন কেশবপুর কামিল মাদ্রাসার ৪ মেধাবি শিক্ষার্থী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ৪ মেধাবি শিক্ষার্থী।২০২২ সালে তারা আলিম পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ জন এবং অপর দু’জন চান্স পেয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ে।
মাদ্রসার অধ্যক্ষ জানান, ভর্তি যুদ্ধে অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সুলতান মোহাম্মদ সালা উদ্দিন ও মোঃ ফারুক বিল্লাহ। তারা দুজনই কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-ফাইভ পেয়েছেন। অপর দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ে চান্স পেয়েছেন কাজী এনামুল। তিনিও পেয়েছেন জিপিএ-ফাইভ। আর ৪.৬৭ পেয়ে এ্কই বিশ্ব বিদ্যালয়ে চান্স পেয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান।
মাদ্রসার কয়েক জন প্রাক্তন ছাত্র জানান,কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ব্যাপক পরিচিতি এবং সুখ্যাতি থাকলেও গত দশকের শেষের দিকে গিয়ে ভাটা পড়ে। যার প্রধান কারণ ছিল অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ শুন্য এবং কমিটির অব্যবস্থাপনা। বছরের পর বছর দুটি প্রশাসনিক পদ শুন্য থাকায় শিক্ষকদের মধ্যে সৃস্টি হয় কোন্দল এবং শৈথল্য। যার ফলে লেখা পড়া ব্যহত এবয় জৌলুস হারায় দক্ষিণ বঙ্গের অন্যতম এই বিদ্যাপিঠ।
সম্প্রতিকালে এই মাদ্রাসায় নিয়োগ দেয়া হয়েছে একজন অভিজ্ঞ অধ্যক্ষ। সদালাপি কর্মঠ এই অধ্যক্ষের নাম মাওলনা ফসিয়ার রহমান। যিনি এর আগে শার্শার বাগআঁচড়া ফাযিল মাদ্রসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর আবার জৌলুস ফিরে পেতে শুরু করেছে এতিয্যবাহী এই মাদ্রসা। তিনি গভর্ণিং বডির সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি খাদের কিনারা থেকে টেনে তুলেছেন বলে মন্তব্য করেছেন অভিভাবকরা।

আরো পড়ুন

সর্বশেষ