বেনাপোল প্রতিনিধি :স্বপ্নের পদ্নাসেতু দিয়ে চলবে রেল পাল্টে যাবে যোগাযোগ ব্যাবসা ভ্রমন। ঘটবে আর্থসামাজিক উন্নয়ন। ভ্রমনে ফিরবে গতি ও স্বস্তি।বাড়বে সেবার মান। আগামী জুন২০২৪ নাগাদ পদ্মাসেতু রেল প্রকল্পের কাজ শেষে চলবে ভাঙ্গা হয়ে যশোর -বেনাপোল রেল। ২০২৪ সেপ্টম্বরের শেষের দিকে সরসরি রেল চালুর কথা জানান রেল সচিব ড হুমায়ুন কবির। এছাড়াও ভারতের কলিকাতার সাথে পদ্মাসেতুর যোগসুত্র অচিরেই চালুর কথা জানান তিনি। পদ্মাসেতু দিয়ে সরাসরি বাংলাদেশ ভারত যাত্রীবাহি ও মালবাহি ট্রেন চালু হলে রেলে তৈরীহবে নতুন যোগসুত্র।

রেল সবায় আন্তরিক দু দেশের সরকার। বন্ধুপ্রতিম রাষ্ট্র ভরত বাংদেশের সাথে রেল যোগাযোগে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বেনাপোল স্টেশন এলাকা সম্প্রসারন করা হচ্ছে। যাত্রীসেবা ও পন্য আমদানি রফতানিতে সব ধরনের সুযোগ সুবিধায় গুরুত্ব দিয়ে এজাধিক প্রকল্প চলমান রয়েছে বলে জানান রেল সংশ্লিষ্টরা।
রেলে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রী সেবা বৃদ্ধিসহ চোরাচালান রোধ ও পদ্মাসেতু হয়ে ঢাকা বেনাপোল টু ভারতের কলিকাতায় মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষে শুক্রবার সকাল ১১টার সময় বেনাপোল রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন রেল মন্ত্রনালয়ের সচিব ড: হুনায়ুন কবির। ষ্টেশনে পৌছালে তাকে ফুলদিয়ে অভ্যার্থনা জানানো হয়। পরে তিনি রেলষ্টেশনের বিভিন্ন এলাকা পারিদর্শন করেন। কাষ্টম ও ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়ে ও রেল লাইন সম্প্রসারন ও শেড ইয়ার্ড নির্মানে পরিকল্পনা গ্রহনের কথা জানান তিনি। দুপুর রেল স্টেশন ইমিগ্রেশন অভান্তরে প্রশাসন ও ব্যাবসায়িদের সাথে বৈঠকে রেলের অব্যাবস্থাপনা ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবী জানানো হয়। এসময় জেলা প্রশাসক মোঃ তমিজ উদ্দিন খান রেল মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবুল হক,রাজশাহী রেজ্ঞের চিফ ইজ্ঞিনিয়ার মোহাম্মদ আসাদুজামান,বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার তানভির হোসেন,,যশোর৪৯বিজিবি উপ অধিনায়ক মেজর সামিমুজ্জোহা সেলিম।ইউএনও নারায়ন চন্দ্র পাল,এসিল্যান্ড ফারহানা ইসলাম ওসি কামাল হোসেন ভুইয়া ও আহসান হাবিব।সিএন্ডএফ নেতা মফিজুর রহমান সজন উপস্থিত ছিলেন।
আমদানি রফতানির সাথে সংশ্লিষ্ট মোঃ মেহেরুল্লাহ ও মনির হোসেন বলেন পদ্মাসেতু দিয়ে রেলচালু হলে কমবে সময় সহজ হবে যোগাযোগ বাড়বে ব্যাবসা ও ভ্রমন। স্টেশনএলাকার জায়গা সম্প্রসারন ও শেড ইয়ার্ড নির্মানসহ ২লেন করার দাবী জানান তারা।
রেল সচিন ড হুমায়ুন কবির রেলের বিভিন্ন বিষয়ে খোজ খবর সহ পদ্মাসেতু হয়ে ঢাকা বেনাপোল রেল চলাচলে সরেজমিন পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান বেনাপোল রেল ষ্টেশন মাষ্টার সাইদুজামান সহিদ
আগামী জুন২০২৪ নাগাদ পদ্মাসেতু দিয়ে রেল প্রকল্পের কাজ শেষে হবে।ভাঙ্গা হয়ে যশোর -বেনাপোল রেল ২০২৪ সেপ্টম্বরের শেষের দিকে রেল চলাচল শুরু হতে পারে।এছাড়াও ভারতের কলিকাতার সাথে পদ্মাসেতুর যোগসুত্র অচিরেই চালু হবে এর ফলে রেলে মাইল ফলকের সৃষ্টি হবে বলে জানান ড হুমায়ুন কবির-সচিব বাংলাদেশ রেল মন্ত্রনালয় ঢাকা।

