মণিরামপুর প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে মণিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। সব শেষে অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, সাবেক আইন বিষয়ক সম্পাদক সুব্রুত ব্যানার্জী, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তপন বিশ্বাস পবন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিলন ঘোষাল, আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার বাবলু, প্রভাষক আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, মহিলা নেত্রী আসমাতুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি প্রমুখ।

