শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে পুকুর খননের মাটি ফেলে রাস্তা নষ্ট: বাড়ছে জনদুর্ভোগ

আরো খবর

জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের কাঁঠালতলা কাঠ মোড় এলাকায় সরকারি রাস্তার পাশে কৃষি জমিতে পরপর বড় দুইটি পুকুর খনন করায় রাস্তা ভেঙ্গে পুকুরের পেটে গিয়ে  জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার রাজগঞ্জ হতে খোরদো প্রধান সড়কের কাঁঠ মোড় এলাকার পাশে স্থানীয় প্রভাবশালী সায়েদ আলী ও আবু শাহিন নামের দুই ব্যক্তি ধানি জমি কেটে অবৈভভাবে পুকুর খনন করছেন। এখন বর্ষা মৌসুম। একটু ভারী বৃষ্টি হলেই ওই রাস্তাটি ভেঙ্গে পুকুরের পেটে গিয়ে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হবে। জনগুরুত্বপূর্ণ ওই রাস্তা দিয়ে যাত্রীবাহি বাস ও ভারী যানবাহন চলাচল করে।
পাশাপাশি এই রাস্তা দিয়ে ১৫টি গ্রামের শতশত কোমলমতি শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে থাকে। ফলে রাস্তাটি ভেঙ্গে গেলে জনসাধারন ও যাত্রীবাহি পরিবহন চলাচল কঠিন হয়ে পড়বে। জনস্বার্থে রাস্তার সাথে কৃষি জমিতে পুকুর খনন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে এজন্য গ্রামবাসী প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে রাস্তার পাশে পুকুর খনন করায় গত দুই দিনের হালকা বৃষ্টিতে পাকা রাস্তাটি এখন কাদাযুক্ত রাস্তায় পরিণত হয়েছে। প্রশাসনের অনুমতি উপেক্ষা করে গত ১০ থেকে ১৫দিন ধরে এলাকার কৃষি জমিতে পুকুর খনন অব্যাহত রয়েছে। খননকৃত ওই পুকুরের মাটি ট্রাক্টরে করে অন্যত্রে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে সড়কে যে মাটি পড়ছে সেই মাটি বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল হয়ে পুরো পাকা সড়কটি এখন কাদায় পরিণত হয়েছে।
এ অবস্থায় পরিবহনের চালক ও পথচারিদের রাজগঞ্জ খোরদো সড়কে চলাচল করতে যেয়ে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয় গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুইদিনে সড়কে চলাচলরত মোটরসাইকেল চালকদের দুর্ঘটনার স্বীকার হতে হয়েছে। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় পাকা সড়কের এমন চিত্র। কৃষি জমিতে পুকুর খনন করা এবং সেই মাটি ট্রাক্টরে করে বিভিন্নস্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে যে মাটি পড়ে সেগুলো গত দুইদিনের বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে পুরো পাকা সড়কটি এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। পুকুর খননকারিরা প্রভাবশালী হওয়ায় জনদুর্ভোগকে পাত্তা না দিয়ে তাদের কাজ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
মোটরসাইকেল চালক আব্দুর রশীদ জানান, রাজগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দুইজন যাত্রী নিয়ে খোরদো বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে কাঁঠালতলা এলাকায় আসলে কাদায় মোটরসাইকেলটি স্লিপ করে রাস্তার উপর পড়ে যায়। এতে যাত্রীসহ তিনি সামন্য আহত হন। ইজিবাইক চালক আবুল বাসার জানান, তিনি ৬জন যাত্রী নিয়ে বহু কষ্ট করে এ সড়ক অতিক্রম করেছে। তবে তার ইজিবাইকটি সম্পূর্ণ কাদায় পরিপূর্ণ।
পথচারি আব্দুল মজিদ জানান, বন্যাকবলিত মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা, ভরতপুর, লক্ষ্মীকান্তপুর ও কাঁঠালতলার কাঁঠ মোড় এবং ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বটতলা থেকে কোমলপুর, ষোলখাদা থেকে বাকড়া ব্রীজ দোদাড়িয়া থেকে রোহিতা ইউনিয়নের সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে স্কেভেটর মেশিন দিয়ে কৃষি জমি খনন করে মাটির ব্যবসা করছেন। তাদের কারনেই পাকা সড়কের এ রকম বেহাল অবস্থা। গত দুই দিনে এই সড়কে ৩জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পড়ে যেয়ে কারো হাত আবার কারো পা ভেঙ্গে গেছে বলে দাবি করেন স্থানীয় এ ব্যক্তি।
কথা ডাক্তার শাহিন হোসেনের সাথে, তিনি জানান, বাড়ির ভিতরে জায়গা কম। তাই রাস্তার পাশের কৃষি জমি থেকে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে পুরানো পুকুরটি ভরাট করা হয়েছে। এব্যাপারে মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, তিনি বিষয়টি জানেন না। তবে খোঁজ খবর নিয়ে কৃষিজমি খননকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান এ জনপ্রতিনিধি।
এব্যাপারে মনিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, কৃষিজমি কেটে পুকুর খননকারিদের কোন ছাড় নেই। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ