মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

নৌকা প্রতীকের বিরোধীতা করায় ২৮ আওয়ামী নেতাকর্মীকে বহিস্কার

আরো খবর

প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতা করায় ২৮ আওয়ামী নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। এরমধ্যে দু’জন বর্তমান ইউপি চেয়ারম্যানও রয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকেই নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। সুতরাং যারা প্রকৃতভাবে দল করে তারা এখানে বিরোধিতা করবে না। আমরা এর আগের নির্বাচনেও বিদ্রোহীদের সাথে কথা বলেছি, তাদের নিবৃত করার চেষ্টা করেছি। যারা কথা শোনেননি তাদেরকে বহিস্কার করা হয়েছে। সভাপতি শহিদুল ইসলাম মিলন আরও বলেন, সদরের নির্বাচনেও আমরা বিদ্রোহীদের সাথে কথা বলেছি। অনেকেই দলকে ভালোবেসে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যারা চরমপন্থা অবলম্বন করেছেন, তাদের বিরুদ্ধে দল নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিবুর রহমান বাবু, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দীন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর প্রমুখ। বহিস্কৃতরা হলেন, নওয়াপাড়া ইউনিয়ন থেকে যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কাজী আলম ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির তুহিন, হৈবতপুর ইউনিয়ন থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোরের সহসভাপতি আহম্মদ আলী ও ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হরেন কুমার বিশ্বাস, ইছালী থেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আনিছুর রহমান ডেভিড, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, উপশহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন, কাশিমপুরে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএম সাইফুল, চুড়ামনকাটিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মান্নান মুন্না, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির মিলন, দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান, আরবপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, সদস্য নুরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ বাবু, চাঁচড়ায় সাবেক ছাত্রলীগ নেতা শামীমে রেজা ও জেলা তাতীলীগ নেতা ফারুখ হোসেন, রামনগর ইউনিয়নে জেলা তরুণলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান লাইফ, ফতেপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামীলীগের সদস্য ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়াতে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্ন এবং নরেন্দ্রপুর থেকে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস ও যশোর সদর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ