শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চিতলমারীতে বালু ভর্তি ট্রলি উল্টে চালক নিহত

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের ধাক্কায় বালু ভর্তিট্রলি উল্টে ইজাজ শেখ (২১) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত ট্রলি চালক ইজাজ শেখ চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের মোঃআফজাল শেখের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের আলহেরামসজিদের সামনে এ ঘটনা ঘটে।

চিতলমারী থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চিতলমারী উপজেলার শিবপুরইউনিয়নের আলহেরা মসজিদের সামনে ইট বোঝাই ট্রাকটি বালু বোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ট্রলি নিয়ন্ত্রণহারিয়ে খালের ভিতর পড়ে উল্টে ট্রলি চালক ইজাজশেখ পানির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজনতাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেমৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের কেরামত মোল্লার ছেলে  হারুন অর রশিদকে (২৭) আটক ও ট্রাকটি জব্দ করেছে  পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাপ্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আরো পড়ুন

সর্বশেষ