শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভোটারদের পছন্দের প্রার্থীর ভোট দেয়ার বিষয় নিশ্চিত করতে হবে -যশোরে নির্বাচন কমিশনার

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরের হরিহর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনময় সভায় তিনি বলেন, ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই লক্ষ বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তিনি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর ভোট দিতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ঠ কর্মকর্তদের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির এবং জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ