মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ৯ অসহায় পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

আরো খবর

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় আ¤পানে ক্ষতিগ্রস্থ ৯ অসহায় পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গার মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কালভেরী ব্যাপিস্ট চার্চের হলরুমে ওই পরিবারগুলোর হাতে ঘরের চাবি হস্তান্তর, প্রাক বড়দিন উদযাপন ও উপহার বিতরণ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের কালভেরী ব্যাপিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে ও সাংবাদিক সামছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালভেরী ব্যাপিস্ট চার্চের ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, হিসাব রক্ষক জীবন বাড়ৈ, কমিউনিটি সুপারভাইজার মৃদুল সরকার, সোনালী বিশ্বাস প্রমুখ।
পরে কালভেরী ব্যাপিস্ট চার্চের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া প্রাক বড় দিন উপলক্ষে কেক কাটা ও শিশুদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ